fbpx

BDIX WEB HOSTING

সাশ্রয়ী মূল্যে সুপার ফাস্ট BDIX হোস্টিং

BDIX Hosting : Boost Your Website Speed Instantly!

What is BDIX Hosting?

 
BDIX stands for Bangladesh Internet Exchange. Most of the Internet Service Providers in Bangladesh are connected through internal networks. Since they can establish local network between themselves, they can offer higher bandwidth in the name of BDIX bandwidth and this bandwidth is usually 20X to 50X higher than your regular bandwidth.


Our BDIX server is connected to BDIX network so you and your visitors will get advantage of this local connectivity when you will be accessing the websites from a BDIX supported ISP. Even if your ISP does not support BDIX, still you will experience great improvements in webpage loading speed compared to US, UK datacenters due to low network latency as you are connecting to a server nearest to your location.

 

BDIX Web Hosting Pricing

We are offering super fast BDIX Hosting at affordable price. If most of your website visitors are from Bangladesh, we would highly recommend you to choose our BDIX hosting and experience the instant boost in page loading speed!

BDIX 2 GB

130

/Month

2 GB NVMe SSD
40 GB Bandwidth
2 Addon Domains
Unlimited Subdomains
Unlimited FTP Accounts
Unlimited Email Address
Unlimited MySQL Database
Free SSL Certificate
Imunify360 Antivirus
Daily Local and Remote Backup
cPanel Control Panel
Bangladesh Server

BDIX 5 GB

200

/Month

5 GB NVMe SSD
100 GB Bandwidth
5 Addon Domains
Unlimited Subdomains
Unlimited FTP Accounts
Unlimited Email Address
Unlimited MySQL Database
Free SSL Certificate
Imunify360 Antivirus
Daily Local and Remote Backup
cPanel Control Panel
Bangladesh Server

BDIX 10 GB

350

/Month

10 GB NVMe SSD
200 GB Bandwidth
10 Addon Domains
Unlimited Subdomains
Unlimited FTP Accounts
Unlimited Email Address
Unlimited MySQL Database
Free SSL Certificate
Imunify360 Antivirus
Daily Local and Remote Backup
cPanel Control Panel
Bangladesh Server

BDIX 15 GB

500

/Month

15 GB NVMe SSD
300 GB Bandwidth
15 Addon Domains
Unlimited Subdomains
Unlimited FTP Accounts
Unlimited Email Address
Unlimited MySQL Database
Free SSL Certificate
Imunify360 Antivirus
Daily Local and Remote Backup
cPanel Control Panel
Bangladesh Server

কিছু জিজ্ঞাসা ও উত্তর

BDIX Hosting কি?

BDIX মানে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ। বাংলাদেশের অধিকাংশ ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত। এতে করে বাংলাদেশের অভ্যন্তরীণ ইন্টারনেট ট্রাফিক দেশের ভিতরেই রাউটিং হয়। এই নেটওয়ার্কের আওতাভুক্ত সার্ভারকেই BDIX Hosting বলা হয়।

BDIX হোস্টিং এবং রেগুলার হোস্টিং এর মধ্যে পার্থক্য কি?

ধরুন আপনি একটি ওয়েবসাইট ব্রাউস করছেন যেটার সার্ভার USA তে। যখন আপনি ব্রাউসারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করবেন তখন সেটা প্রথমে আপনার ইন্টারনেট সেবা প্রদানকারীর কাছে যাবে। ওখান থেকে সেটা কোনো ইন্টারন্যাশনাল রাউটের মাধ্যমে USA সার্ভারে যাবে যেখানে আপনার ওয়েবসাইটের ফাইল বা ডাটাবেস হোস্ট করা। ওখান থেকে প্রসেসিং হয়ে প্রসেসড ডাটা বা ওয়েবপেজ আপনার ব্রাউসারে লোড হবে। ৬৪ বাইটের একটি ডাটা প্যাকেট এভাবে বাংলাদেশ থেকে কোনো USA সার্ভার ঘুরে আসতে প্রায় ২৫০-৩৫০ মিলি সেকেন্ড লাগে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো BDIX সার্ভারে এই ডাটা ট্রাভেল টাইম মাত্র ৫-১০ মিলি সেকেন্ড ! বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের বেশ কয়েকটা জায়গায় এসবিএম হোস্টিং এর সার্ভার আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের কয়েকটি সার্ভারে রান করা টেস্ট রেসাল্টের স্ক্রীন রেকর্ডিং এখানে শেয়ার করছি।

এই রেসপন্স টাইম টেস্টটি আমাদের BDIX সার্ভারে করা। স্ক্রীন রেকর্ডিং এ দেখতে পাচ্ছেন এভারেজ রেসপন্স টাইম মাত্র ৫ মিলি সেকেন্ড।
এই রেসপন্স টাইম টেস্টটি আমাদের German সার্ভারে করা। বাংলাদেশ থেকে EU লোকেশনে রেসপন্স টাইম সাধারণত ১৬০-২০০ মিলি সেকেন্ড হয়ে থাকে। স্ক্রীন রেকর্ডিং এ দেখতে পাচ্ছেন এখানে এভারেজ রেসপন্স টাইম ১৯২ মিলি সেকেন্ড।
এই রেসপন্স টাইম টেস্টটি আমাদের UK সার্ভারে করা। বাংলাদেশ থেকে UK লোকেশনে রেসপন্স টাইম সাধারণত ১৭০-২২০ মিলি সেকেন্ড হয়ে থাকে। স্ক্রীন রেকর্ডিং এ দেখতে পাচ্ছেন এখানে এভারেজ রেসপন্স টাইম ১৯৭ মিলি সেকেন্ড। এছাড়াও বাংলাদেশ থেকে USA লোকেশনে রেসপন্স টাইম সাধারণত ২৫০-৩৫০ মিলি সেকেন্ড হয়ে থাকে।

এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে ৩০০ মিলি সেকেন্ড তো এক সেকেন্ডের অর্ধেকের চেয়েও কম। এই ২৫০-৩৫০ মিলি সেকেন্ড সময় কোনো ব্যাপারই না! কিন্তু একটা ওয়েবসাইটের জন্য এই ডাটা ট্রাভেল টাইমটা অনেক গুরুত্বপূর্ণ কারণ একটা ওয়েবসাইটে তো শুধুমাত্র একটা ফাইল থাকেনা। ওয়েবসাইটের প্রত্যেকটা ইমেজ, সিএসএস, জেএস আলাদা আলাদা ফাইল হিসেবে গননা হয় এবং আপনি যখন কোনো ওয়েবসাইট ভিসিট করেন তখন এই সকল ফাইল আপনার ব্রাউসার ডাউনলোড করে আপনাকে পরিপূর্ণ ওয়েবসাইট দেখায়। আপনার ওয়েবপেজ এরকম ১০০/১৫০ টি ফাইল রিকুয়েস্ট সার্ভ করলে USA সার্ভার থেকে এই ডাটা ট্রাভেল করে আসতে BDIX সার্ভারের তুলনায় অনেক বেশি সময় লাগবে। তাছাড়া ফাইল সাইজ বড় হলে সেটা BDIX সার্ভার থেকে অন্য দেশের সার্ভারের তুলনায় অনেক দ্রুত ডাউনলোড হবে।

BDIX হোস্টিং এর সুবিধাগুলো কি কি?​

১। BDIX হোস্টিং এর প্রধান যে সুবিধা তা হলো, এই সার্ভারে হোস্ট করা ওয়েবসাইট বাংলাদেশি ভিজিটর/ব্যবহারকারীরা প্রায় ২০ গুণ দ্রুত গতিতে ভিজিট করতে পারবে। এর কারণ, বাংলাদেশ থেকে এই সার্ভারে হোস্ট করা কোন ওয়েবসাইটে ভিজিট করলে ইন্টারন্যাশনাল রাউটিং পার না হয়েই সরাসরি ভিজিট হবে।

২। সাধারণত মোবাইল ফোনের ইন্টারনেট দিয়ে ওয়েবসাইট লোড হতে ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনায় কিছুটা বেশি সময় নেয়। আপনি BDIX Hosting ব্যাবহার করলে আপনার ওয়েবসাইটের ভিসিটররা যদি মোবাইল ফোনের ডাটা ব্যাবহার করে ওয়েবসাইট ব্রাউস করে তাহলেও ওয়েবসাইট অনেক দ্রুত লোড হবে।

৩। গ্লোবাল ইন্টারনেটে কোনো কারনে সমস্যা হলেও বিডিআইএক্স হোস্টিং এ রাখা আপনার সাইট স্বাভাবিক থাকবে। স্বাভাবিক স্পীড এ ভিজিট হবে।

কোন ধরনের ওয়েবসাইটের জন্য BDIX হোস্টিং?​

এক কথায় আপনার টার্গেট যদি বাংলাদেশি ভিজিটর হয় তবে আপনার উচিৎ হবে BDIX হোস্টিং ব্যাবহার করা। বাংলা নিউজ, ব্লগ, ম্যাগাজিন, ই-কমার্স ইত্যাদি বাংলাদেশি ভিজিটর বেসড যেকোন ওয়েবসাইট এই হোস্টিং ব্যবহার করে বানাতে পারেন।

BDIX হোস্টিংয়ের অসুবিধা কি?​

আপনার ওয়েবসাইটের টার্গেট অডিয়ান্স যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে বিডিআইএক্স হোস্টিং ব্যবহার করা উচিত নয়। কারণ বাংলাদেশি কোনো ভিজিটর যদি মার্কিন যুক্তরাষ্ট্রে  থাকা সার্ভার ভিজিট করে তাহলে তার জন্য সার্ভারের ল্যাটেন্সি বেশি হবে, ঠিক তেমনি বিডিআইএক্স সার্ভার হোস্ট করা কোন সাইট মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ভিজিটরের জন্য ল্যাটেন্সি আরও বেশি হবে। সেক্ষেত্রে আপনি আমাদের রেগুলার হোস্টিং ব্যাবহার করতে পারেন যেগুলো আমাদের রেগুলার হোস্টিং প্যাকেজ লিস্টে পাবেন।

1-Click Scripts Install

Install WordPress, Help Desk, forums and many other apps with a single click.

WORDPRESS
JOOMLA
DRUPAL
CSS 3
OPENCART
LARAVEL

WordPress Website?

Boost the performance of your website!

Website Transfer?

Thinking about switching host?

Features

Maximum Performance

We guarantee that your websites will run blazing fast on our servers. Just try our free 1 month hosting and experience the difference yourself.

WordPress Optimized

Our best-in-class WordPress solution, with additional optimization will make your WordPress site even faster!

Free SSL Certificate

We are providing free SSL certificate for every domain hosted on our servers.

Maximum Security

Latest version of CentOS, PHP, Nginx, Apache, MySQL are installed and firewall is fine tuned for maximum security.

99.9% Uptime Guarantee

We provide 99.99% uptime guarantee on all our servers! Host your business with us we will take care of the rest

Money Back Guarantee

30 days money back guarantee is included with all our plans in case if you are not satisfied with our service.