fbpx

Domain Hosting Combo

Get a lifetime free .COM domain with our 5 GB and above hosting packages. The domain will be free for you as long as you continue hosting with us.

আমাদের ডোমেইন হোস্টিং কম্বো প্যাকেজ ৳১৮০০ থেকে শুরু। ১৮০০ টাকায় আপনি পাচ্ছেন ৫ জিবি NVMe SSD হোস্টিং ও একটি ফ্রি .COM ডোমেইন।

Domain Hosting Combo Packages

Regular cPanel Combo

Starting From

1800

/Year

The renewal price is ৳1800/year from the second year.

  • Free COM Domain
  • 5 GB NVMe SSD Disk Space
  • Unlimited Bandwidth
  • 5 Addon Domains
  • Free SSL Certificate
  • cPanel Control Panel
  • EU Datacenter
  • 99.9% Uptime Guarantee

BDIX cPanel Combo

Starting From

2000

/Year

The renewal price is ৳2000/year from the second year.

  • Free COM Domain
  • 5 GB NVMe SSD Disk Space
  • 100 GB Bandwidth
  • 5 Addon Domains
  • Free SSL Certificate
  • cPanel Control Panel
  • Bangladesh Datacenter
  • 99.9% Uptime Guarantee

কোন হোস্টিং প্যাকেজ সিলেক্ট করবেন?

আমাদের বাজেট ফ্রেন্ডলি সার্ভারগুলোর কনফিগারেশন, স্পীড, রিসোর্স অ্যালোকেশন সমান কিন্তু ডাটা সেন্টারের লোকেশন অনুযায়ী আপনার ওয়েবসাইটের পারফরমেন্সের তারতম্য হতে পারে।

আপনার ওয়েবসাইটের ভিজিটরদের বেশিরভাগ যদি বাংলাদেশের বাইরের হয় তাহলে আপনি আমাদের রেগুলার হোস্টিং প্যাকেজ সিলেক্ট করবেন। বা আপনার ওয়েবসাইটের ভিজিটরদের বেশিরভাগ যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে BDIX হোস্টিং প্যাকেজ সিলেক্ট করবেন। রেগুলার হোস্টিং এবং BDIX হোস্টিং এর মধ্যে পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আমাদের বাজেট হোস্টিং গুলো ওয়েল অপ্টিমাইজড, স্টার্টার বা বেশিরভাগ ওয়েবসাইটের জন্য আমাদের বাজেট হোস্টিং ই যথেষ্ট। কিন্তু আপনি যদি আরো বেটার পারফরমেন্স চান, আমাদের গ্লোবাল সিডিএন যুক্ত এবং অ্যাডভান্সড ফিচার যেমন Python, Ruby, Node.js বেসজ ওয়েবসাইট চালনা করতে চান তাহলে আমাদের প্রিমিয়াম হোস্টিং প্যাকেজ সিলেক্ট করুন।

কিছু জিজ্ঞাসা ও উত্তর

প্রশ্ন: আমি কিভাবে ডোমেইন হোস্টিং কম্বো প্যাকেজ অর্ডার করবো ? 

উত্তর: আপনাদের বোঝার সুবিধার্থে এখানে অর্ডার প্রসেসের স্ক্রীন রেকর্ডিং দেয়া হলো। এই প্রসেস ফলো করে আপনার পারসোনাল ইনফর্মেশন ইনপুট করার পর পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করে ফেললেই আপনার অর্ডারকৃত ডোমেইন হোস্টিং একটিভ হয়ে যাবে। 

প্রশ্ন: দ্বিতীয় বছর থেকে এই প্যাকেজের রিনিউয়াল প্রাইস কতো ? 

উত্তর: আমাদের ডোমেইন হোস্টিং কম্বো প্যাকেজের রিনিউয়াল প্রাইস একই। মানে আপনি এখন যে প্রাইসে কিনবেন পরবর্তী বছর একই প্রাইসে রিনিউ করবেন।

প্রশ্ন: লাইফটাইম ফ্রি ডোমেইন মানে কি? ডোমেইনের জন্য আমাকে কি আর কখনো পেমেন্ট করতে হবেনা?

উত্তর: আপনি আমাদের যেকোনো ডোমেইন হোস্টিং কম্বো প্যাকেজ কিনলেই একটি COM ডোমেইন ফ্রি তে রেজিস্ট্রেশন করতে পারবেন। পরবর্তী বছর থেকে আপনার কাছে শুধু হোস্টিং এর জন্য ইনভয়েস পাঠানো হবে। পেমেন্ট করে দিলে আপনার ডোমেইন হোস্টিং দুটোই রিনিউ হয়ে যাবে মানে ডোমেইনের জন্য আপনাকে আর পেমেন্ট করতে হবেনা। এভাবে যতদিন আপনি আমাদের সাথে আপনার হোস্টিং চালিয়ে যাবেন ততদিন ডোমেইন আপনার জন্য ফ্রি থাকবে।

প্রশ্ন: কম্বো প্যাকেজের মাধ্যমে ফ্রি তে রেজিস্টার করা ডোমেইন কি আমি এসবিএম হোস্টিং ব্যতিত অন্য হোস্টিং প্রভাইডারের সার্ভারে ব্যাবহার করতে পারবো? এবং আমি কি আমার ফ্রি তে রেজিস্টার করা ডোমেইন অন্য ডোমেইন রেজিস্ট্রারে ট্রান্সফার করতে পারবো?

উত্তর: আমাদের মাধ্যমে রেজিস্টার করা সকল ডোমেইনে আমরা ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল দেই। আপনার ফ্রি ডোমেইনেও ডোমেইনের ফুল কন্ট্রোল আপনার কাছেই থাকবে। ডোমেইনের নেমসার্ভার আপডেট, হুইস রেকর্ড আপডেট, ডিএনএস ম্যানেজমেন্ট, প্রাইভেট নেম সার্ভার রেজিস্ট্রেশন সহ সব কিছু আপনি নিজেই করতে পারবেন my.sbmhosting.com এ লগইন করে। এছাড়াও আপনি যদি ডোমেইন অন্য কোনো রেজিস্ট্রারে ট্রান্সফার করতে চান সেটার জন্য EPP / Auth Code আপনি আপনার ডোমেইন কন্ট্রোল প্যানেল থেকেই নিতে পারবেন।

প্রশ্ন:  অর্ডার করার কতক্ষণ পর আমার ডোমেইন এবং হোস্টিং একটিভেট হবে?

উত্তর: আমাদের অটোমেটেড সিস্টেম। আপনি পেমেন্ট করে পেমেন্ট ভেরিফাই করার সাথে সাথেই আপনার ডোমেইন হোস্টিং একটিভ হয়ে যাবে এবং আপনি আপনার ইমেইল ও এসএমএস এ নোটিফিকেশন পাবেন। 

প্রশ্নঃ আমি কিভাবে পেমেন্ট করবো?

উত্তর: আপনি বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা, মাস্টারকার্ড, নেক্সাস দিয়ে পেমেন্ট করতে পারবেন।