Earn money by referring your friends, relatives and clients to SBM Hosting
আপনি জানেন কি আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা ক্লায়েন্টদের আমাদের হোস্টিং সার্ভিস রিকমেন্ড করে প্রত্যেক অর্ডারের ১০% কমিশন পেতে পারেন! যেমন ধরুন আপনার কোনো বন্ধু আপনার এফিলিয়েট লিংকের মাধ্যমে আমাদের ৫ জিবি সিপ্যানেল হোস্টিং কিনলেন যেটার দাম ১৫০০ টাকা/বছর বা ১৫০ টাকা/মাস। আপনার বন্ধু যদি বাৎসরিক পেমেন্ট করেন তাহলে আপনি অর্ডার ভ্যালু ১৫০০ টাকার ১০% হিসেবে ১৫০ টাকা কমিশন পাবেন। বা যদি মাসিক পেমেন্ট করেন তাহলে পাবেন ১৫ টাকা। অন্যান্য সকল হোস্টিং প্যাকেজ এর অর্ডার ভ্যালুর উপর আপনি একই হারে কমিশন পাবেন।
***শুধু আমাদের হোস্টিং অর্ডারের উপর কমিশন প্রযোজ্য। ডোমেইন অর্ডারে কোনো কমিশন পাচ্ছেন না।***
প্রশ্ন: কিভাবে আমি আপনাদের এফিলিয়েট হতে পারি?
উত্তর: my.sbmhosting.com/register.php এই লিংক থেকে আপনার একাউন্ট ক্রিয়েট করে লগিন করার পর মেন্যু থেকে Affiliates সিলেক্ট করলে Activate Affiliate Account নামের একটি লিংক দেখতে পাবেন। ওই লিংকে ক্লিক করলে আপনার এফিলিয়েট একাউন্ট একটিভ হয়ে যাবে। আপনি যদি ইতোমধ্যে আমাদের ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে আর নতুন করে একাউন্ট ক্রিয়েট করতে হবেনা। আপনার একাউন্টে লগইন করলে এফিলিয়েট অপশন দেখতে পাবেন। স্টেপগুলো নিচের স্ক্রীনশটে দেখানো আছে
প্রশ্ন: আপনাদের এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে?
উত্তর: উত্তর: আপনি যখন আমাদের এফিলিয়েট হিসেবে জয়েন করবেন তখন আপনাকে এফিলিয়েট ড্যাশবোর্ড দেয়া হবে যেখানে আপনি আপনার জন্য এরকম একটি লিংক দেখতে পাবেন – https://my.sbmhosting.com/aff.php?aff=xxx
এই লিংকে ক্লিক করে কেউ যখন আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনবে তখন ওই অর্ডারের কমিশন আপনার এফিলিয়েট একাউন্টে অ্যাড হয়ে যাবে। আমাদের এফিলিয়েট কুকি ৩০ দিন ব্রাউজারে ভ্যালিড থাকে। মানে যাকে আপনি লিংক দিয়েছেন সে যদি সাথে সাথে হোস্টিং অর্ডার না করে পরবর্তী ৩০ দিনের মধ্যে করে তাহলেও আপনি ওই অর্ডারের জন্য কমিশন পাবেন। আপনার এফিলিয়েট ড্যাশবোর্ড দেখতে নিচে দেখানো স্ক্রীনশটের মতো হবে। এখানে লাল মার্ক করা লিঙ্কটি আপনার এফিলিয়েট লিঙ্ক। এই পেজেই আপনি দেখতে পাবেন কতজন আপনার এফিলিয়েট লিঙ্ক এ ক্লিক করেছে, কতজন সাইনআপ করেছে, এবং কোন অর্ডারের জন্য কতো কমিশন পেয়েছেন তাও এখানে দেখতে পাবেন। এবং এই পেজেই টাকা উইথড্র করার অপশন দেখতে পাবেন।
প্রশ্ন: আমি কি আমার সেম রেফার্ড ক্লায়েন্ট থেকে তার প্রত্যেক পেমেন্টের জন্য কমিশন পাবো?
উত্তর: না। আপনি শুধুমাত্র প্রথম পেমেন্টের ২০% কমিশন পাবেন। আপনার রেফার্ড ক্লায়েন্টের প্রথম পেমেন্ট ভ্যালু যদি ২৫০০ টাকা হয় তাহলে আপনি ৫০০ টাকা কমিশন পাবেন। যদি প্রথম পেমেন্ট ১০০ টাকা হয় তাহলে আপনি ২০ টাকা কমিশন পাবেন।
প্রশ্ন: আমি পেমেন্ট কখন এবং কিভাবে পাবো?
উত্তর: যখন আপনার এফিলিয়েট একাউন্টের ব্যালেন্স ৫০০ টাকা বা তার বেশি হবে তখন আপনি বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা উইথড্র দিতে পারবেন।
প্রশ্ন: আমি এসবিএম হোস্টিং এর কোনো সার্ভিস ব্যাবহার করিনা বা আমি আপনাদের ক্লায়েন্ট নই, আমি কিভাবে এফিলিয়েট মার্কেটিং করতে পারি?
উত্তর: আপনি যদি আমাদের কোনো সার্ভিস ব্যাবহার না করে থাকেন তাহলেও আপনি আমাদের এফিলিয়েট হিসেবে কমিশন পেতে পারেন। আমাদের ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে এফিলিয়েট একাউন্ট এক্টিভ করে নিলেই হবে। এফিলিয়েট একাউন্ট একটিভ হয়ে গেলে আপনি আপনার এফিলিয়েট লিংক দেখতে পাবেন।
প্রশ্ন: আমার এমন কোনো বন্ধু নেই যার ডোমেইন হোস্টিং লাগে, আমি ডেভেলপার নই যে আমি আমার ক্লায়েন্টদের রেফার করবো। সেক্ষেত্রে আমি কিভাবে এফিলিয়েট মার্কেটিং করবো?
উত্তর: এফিলিয়েট মার্কেটিং করার অনেক উপায় আছে। আপনার যদি ওয়েবসাইট থেকে তাহলে আপনি আপনি আপনার এফিলিয়েট ড্যাশবোর্ড থেকে আমাদের ব্যানার ইমেজ কোড কপি করে আপনার ওয়েবসাইটের কোনো এক জায়গায় দিয়ে রাখতে পারেন। আপনি ব্লগার বা ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হলে খুব সহজেই আপনি ব্লগ আর্টিকেল বা ইউটিউব ভিডিও এর মাধ্যমে আপনার এফিলিয়েট লিংক প্রমোট করতে পারেন ।
এফিলিয়েট মার্কেটিং বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে আমাদের সাপোর্টে যোগাযোগ করুন।
Office: 1/25 Al-Khaja Market, Mohajonpatty, Sylhet
Phone Support: +8809638730110
General Enquiry: [email protected]
Support: [email protected]
Billing: [email protected]
Abuse: [email protected]